জানা অজানা কিছু বিষয়

 

আজকে আমি আপনাদের অজানা কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো, যেগুলো হয়তো অনেকেই জানেন তারপরও নতুনদের জন্য বিষয়গুলো পরিষ্কার হবে

বিষয়-: ফ্রিল্যান্সিং শব্দটি কখন প্রথম ব্যবহার হয়?

সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাই হলে ফ্রিল্যান্সি উনিশ শতকের প্রথম দশকে freelanceশব্দটির ব্যবহার প্রথম পাওয়া যায় 1819 সালে স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস ‘Ivanhoe’ তে প্রথম লিখিত আকারে শব্দটির ব্যবহার দেখা যায় বিশ শতকের তৃতীয় দশকে এটি Free-lance‘’ এবং অষ্টম দশকে ‘freelance’ রূপে ব্যবহার শুরু হয়

বিষয়-:Key Point Installaton (KPI) বলতে কি বোঝায়?

কী পয়েন্ট ইন্স্টলেশন বলতে স্বরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সেসব প্রতিষ্ঠান, কারখান বা জনস্বার্থে ব্যবহৃত স্থাপনাকে বোঝায়, যেগুলো থেকে গুরুত্বপূর্ণ এবং ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্থ হলে দেশের যুদ্ধ কিংবা প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় অর্থনীতি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়

Comments

Popular posts from this blog

কৃষি বিষয়ক সম্পর্কিত ABBREVIATION কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা জন্য বাছাই করা সাজেশন

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পার্ট – 01

Bijoy Bayanno 2014 :: 1 Click Download বিজয় বাহান্নো