Kwork || ফিল্যান্সি মার্কেট প্লেস
বর্তমান সময়ে ফিল্যান্সিং অন্যতম একটি স্বাধীন পেশা। দিন দিন তরুণ সমাজ এই পেশার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু বহুল ব্যবহৃত মার্কেট প্লেসগুলো এতো পরিমাণ সেলার আছে যে নতুন সেলাররা তাদের স্কিল শেয়ার করা মত বায়ার পাচ্ছে না। নতুন যারা কাজ শিখছেন তাদের কাজ পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে।
কিন্তু তাই বলে তো আর থেমে থাকলে চলবে না।
তাই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি মার্কেট প্লেস নিয়ে এসেছি যার নাম Kwork । এটি সম্পনূ নতুন। তবে কিছু টা ফাইভারের মতই।
এখানে আপনি নতুন এ্যাকাউন্ট খুলে আপনার দক্ষতা অনুযায়ী গিগ পাবলিশ করতে পারবেন। এখানে তুলনামূলক কম কমপিটিশন। আপনি যদি ঠিক মত এখানে সময় দিতে পারনে তাহলে মাসিক ভাল একটা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অ্যাকটিভ থাকতে হবে এবং মার্কেটিং করতে হবে।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন।
ধন্যবাদ
Nice post
ReplyDelete