ফটোশপ ডিজাইন || পর্ব - 01
হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভাল আছ।
অনেক দিন পরে তোমাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হলাম।
আমাদের আজকের পোষ্টের বিষয় কিভাবে ফটোশপের মাধ্যমে অনেক কিছু ডিজাউন করা যায়।
তোমাদের মধ্যে অনেকেই আছ যারা মোটামুটি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করতে পার। কিন্তু হয়ত জানো না যে এটি দিয়ে কি কি ধরনের কাজ ও ডিজাইন করা সম্ভব। শুধু মাএ এই একটি সফটওয়্যার দিয়েই তোমরা অনেব কিছু শিখতে বা বানাতে পারবে।
উপরের লিস্টে দেয়া সবেগুলো কাজ ফটোশপের মাধ্যমে তৈরী করা সম্ভব। আমি কোন ভিডিও টিউটোরিয়াল বা ইউটিউব লিংক দিব না। কারণ সবার অঢেল ইন্টারনেট থাকে না। তাই তোমাদের কিছু ফাইলের লিংক দেব। যেগুলোর সাইজ খুব কম এবং ডাউনলোড করে অফলাইনে বসে কাজ করতে পারবে।
ডাউনলোড লিংক:
সবাই কে ধন্যবাদ ভাল থাকবেন।
Comments
Post a Comment