ফ্রিলান্সিং ক্যারিয়ার Part - 3

অনেকদিন পর আবার আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে ফিরে এলাম।

আজকের বিয়ষ
ফ্রিলান্সিং ক্যারিয়ার Part - ২ তে আপনাদের বলেছিলাম কোন মার্কেটপ্লেস কিভাবে কাজ করে। তবে একটু ভুল ছিল, যেটা সংশোধন করে আপনাদের মাঝে তুলে ধরতেই আজকের এই পোষ্ট।
আগের পোষ্ট বলেছিলাম ফ্রিলান্সার.কম বিড রিলেটেড মার্কেট। কিন্তু ফ্রিলান্সার.কম বিড এবং কনটেস্ট দুটাই করা সম্ভব।
 কিন্তু আগেই একটা বিষয় বলে নি সেটা হেল আগে কোন একটা কাজ ভাল ভাবে শিখুন তার পর এখানে এ্যাকাউন্ট করুন।
 এখানে সবচেয়ে বেশি যে কাজটা পাওয়া যায় সেটা হল গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের উপর প্রতিদিন হাজার হাজার কাজ পরে এখানে। অন্য কাজ ও করতে পারেন।
 এখানে েএ্যাকাউন্ট খুলে আপনার দক্ষতা অনুযায়ী আপনার প্রোফাইল সাজাবেন। এরপর আপনার পোর্টফোলিও তে আপনার করা কাজগুলো আপ করে দিবেন।
 এখন আসি কিভাবে কাজ করেবেন।
আপনি যেহেতু আপনি একবারে নতুন সেহেতু আপনাকে আগে আপনার প্রোফাইল ভাল মানের রেটিং সম্পন্ন করার জন আপনাকে কনটেস্ট করতে হবে এর পর আপনি কাজে বিড করবেন।
একটি কনটেস্টে অনেক ডিজাইন বা কাজ করে পরে। আপনাকে সবার সাথে পাল্লা দিতে হবে আপনাকে আপনার সেরাটা দিতে হবে। তাহলেই আপনি সাফল্য পাবেন। সাইট আগে ঘুরে দেখুন কি রকম কাজ হচ্ছে তারপর আপনি কাজে নামুন। ফ্রিলান্সিং কাজে ফ্রিলান্সার.কম থেকে খু্ব অর্প সময়ে সাফল্য পাওয়া যায়। এ্যাকাউন্ট করার জন্য ভিডিওটা দেখে নিন।


সামনের পর্বে দেখা হবে কিভাবে কনটেস্টে ও বিডে কাজ করবেন এবং আরো অনেক কিছু।
ভাল থাকবেন দেখা হবে সামনের পর্বে।

সব সময় আপডেট পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন:

Comments

Popular posts from this blog

কৃষি বিষয়ক সম্পর্কিত ABBREVIATION কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা জন্য বাছাই করা সাজেশন

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পার্ট – 01

Bijoy Bayanno 2014 :: 1 Click Download বিজয় বাহান্নো