What is Angular js (Learn it without any cost). ?? Learn it without any cost
আমারা অনেকে হয়তো Angular js এর নাম শুনেছি। কিন্তু অনেকেই জানে না আসলে Angular js টা কি???
তাহলে চলুন জেনে নেয়া যাক Angular js টা আসলে কি?
Angular js হল জাভাস্ক্রিপ্ট ভিত্তিক একটি উন্মুক্ত ওয়েব ডেভেলপমেন্ট র্ফেমওর্য়াক যা গুগল দ্বারা নিয়ন্ত্রিত।
এটি সাধারণত সিঙ্গেল পেজ ওয়েব সাইট তৈরী ব্যবহার করা হয়। এছাড়াও এটি ক্লাইন্ট সাইট যেমন MVC(Model–View–Controller) and Model–View–ViewModel (MVVM) কাজে ব্যবহার হয়।
Angular js HTML,JAVASCRIPT, এর যৌথ সংযোগে কাজ সম্পাদন করে থাকে।
সবচেয়ে মজার ব্যাপার হল আপনি এটি Angular js. ওয়েবসাইট থেকে ফ্রি শিখতে পারেন।
WebsiteLink
Comments
Post a Comment