ফ্রিলান্সিং ক্যারিয়ার Part - 1
বর্তমান যুগে অন্যতম চাহিদা মূলক পেশা হল ফ্রিলান্সিং। দিন দিন তরুণ প্রজন্ম এ পেশার দিকে এগিয়ে যাচ্ছে ।বিশ্বে দরবাড়ে ফ্রিলান্সিং এ দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। তাহলে আপনি কেন বসে থাকবেন। আপনিও শুরু করে দিন স্বপ্নে ফ্রিলান্সিং। তবে এ পেশাতে আসার আগে আপনাকে কোন একটি বিষয়ে দক্ষ হতে হবে এবং আপনাকে ঠিক করতে হবে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করবেন। ফ্রিলান্সিং মার্কেটে অনেক কাজ আছে যেমন:- Web Design,Web development, Graphic design, Data Entry, social Media Marketing, SEO, Administrator support,Android App, Desktop app...and more.আপনাকে যে কোন একটি বেছে নিতে হবে এবং দক্ষ হতে হবে। উপরের উদাহরণ গুলোর মধ্যে আপনি কোনটা বেছে নিবেন সেটা ভাবুন। সামনের পর্বে আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানব।
Comments
Post a Comment