Posts

Showing posts from February, 2025

Noiseware Photoshop Filter || নয়েজওয়ার ফটোশপ ফিল্টার

Image
ফটোশপে অনেক সময় আমরা ছবি এডিট করতে গিয়ে দেখি কিছু কিছু ইমেজে নয়েজ ও ডিটেইল অনেক বেশি থাকে যার কারণে ছবি দেখতে কেমন যেনো ঝিরিঝিরি একটা ভাব থাকে। ফটোশপের ডিফল্ট ফিল্টার থেকেও এই সমস্যাগুলো দূর করা যায়। কিন্তু অনেক সময়  বেশি ছবি এডিট করতে হয় যেমন- ল্যাবে, Studio বা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যানিজ্যিক প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ছবির কাজ করতে হয় তখন বারবার এ ধরনের কাজ করতে অনেক সময় নষ্ট হয়। তাই আজ আমি ফটোশপের এমন একটি ফিল্টার সম্পর্কে আপনাদের বলল যেটি ব্যবহার করে খুব অল্প সময়ে আপনি ছবি থেকে নয়েজ ও ডিটেইল দূর করতে পারবেন।  প্রথম লিংকে থেকে ফিল্টার টি ডাউনলোড করুন:  Noiseware Photoshop Filte ডাউনলোড হয়ে গেলে অন্যান্য সফটওয়্যারের মতই ইন্সটল করুন। এরপর ফটোশপ ওপেন করুন এবং ফিল্টার হতে Imagenomic লেখাতে মাউস নিয়ে আসুন এবং পাশে Noiseware তে ক্লিক করুন।  Noiseware এ ক্লিক করার পর আপনাকে সেটি রেজিস্ট্রার করার জন্য বলবে। রেজিস্ট্রেশন কি আপনি ডাউনলোড করা ফাইলের ভেতরে Read Me File এ পাবেন সেখান হতে ছবিতে দেখানো সিরিয়ালটি দিয়ে অ্যাকটিভ করুন। ্এরপর ফিল্টার হতে Imagenomic লে...

Kwork || ফিল্যান্সি মার্কেট প্লেস

Image
  বর্তমান সময়ে ফিল্যান্সিং অন্যতম একটি স্বাধীন পেশা। দিন দিন তরুণ সমাজ এই পেশার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু বহুল ব্যবহৃত মার্কেট প্লেসগুলো এতো পরিমাণ সেলার আছে যে নতুন সেলাররা তাদের স্কিল শেয়ার করা মত বায়ার পাচ্ছে না। নতুন যারা কাজ শিখছেন তাদের কাজ পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে তো আর থেমে থাকলে চলবে না। তাই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি মার্কেট প্লেস নিয়ে এসেছি যার নাম  Kwork । এটি সম্পনূ নতুন। তবে কিছু টা ফাইভারের মতই। এখানে আপনি নতুন এ্যাকাউন্ট খুলে আপনার দক্ষতা অনুযায়ী গিগ পাবলিশ করতে পারবেন। এখানে তুলনামূলক কম কমপিটিশন। আপনি যদি ঠিক মত এখানে সময় দিতে পারনে তাহলে মাসিক ভাল একটা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে অ্যাকটিভ থাকতে হবে এবং মার্কেটিং করতে হবে। পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ