Posts

Showing posts from July, 2022

জানা অজানা কিছু বিষয়

  আজকে আমি আপনাদের অজানা কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো , যেগুলো হয়তো অনেকেই জানেন তারপরও নতুনদের জন্য বিষয়গুলো পরিষ্কার হবে । বিষয় - ক : ফ্রিল্যান্সিং শব্দটি কখন প্রথম ব্যবহার হয় ? সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাই হলে ফ্রিল্যান্সি । উনিশ শতকের প্রথম দশকে ‘ freelance ’ শব্দটির ব্যবহার প্রথম পাওয়া যায় । 1819 সালে স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস ‘Ivanhoe’ তে প্রথম লিখিত আকারে শব্দটির ব্যবহার দেখা যায় । বিশ শতকের তৃতীয় দশকে এটি Free-lance‘’ এবং অষ্টম দশকে ‘freelance’ রূপে ব্যবহার শুরু হয় । বিষয় - খ :Key Point Installaton (KPI) বলতে কি বোঝায় ? কী পয়েন্ট ইন্স্টলেশন বলতে স্বরাষ্ট মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সেসব প্রতিষ্ঠান , কারখান বা জনস্বার্থে ব্যবহৃত স্থাপনাকে বোঝায় , যেগুলো থেকে গুরুত্বপূর্ণ এবং ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্থ হলে দেশের যুদ্ধ কিংবা প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় অর্থনীতি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয় ।