ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন নিজেই নিজের কর্মসংস্থান গড়ুন
অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম।
আশা করছি সকলে ভাল আছেন। কথা আর বেশি বলে মূল পোষ্টে চলে যাই।
আমাদের আজকের পোষ্টটি মূলত আপনি কীভাবে ঘরে বসেই ফ্রিল্যান্সিং বা আউটসোসিং শিখবেন।
বর্তমানে ইন্টারনেট ওয়াল্ডে ফ্রিল্যান্সিং বা আউটসোসিং বিষয়টি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের এ বিষয়ে আকর্ষণ বেশি। কারণে এখানে কোন ধরাবাধা নিয়ম নেই, নেই কোন স্থান। যে কোন জায়গায় েবসে একাজ করা যায়। কিন্তু প্রথমে আপনাকে তো কোন একটা কাজ পুরোপুরি শিখতে হবে। এজন্য আপনি ট্রেনিং সেন্টার,ইউটিউব আরো অনেক কিছুর সাহায্যে নিতে পারেন। যারা উন্নত শহরে থাকেন তারা যে কোন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে কাজে নামতে পারেন। কিন্তু যারা গ্রামে থাকে তাদের পক্ষে কাজ শেখাটা েএকটু কঠিন। কারন গ্রামে না কোন ভাল ট্রেনিং প্রতিষ্ঠান আছে না উচ্চগতির ইন্টারনেট। তাহলে কি তারা অন্ধকারে পরে থাকবে। তা কখনও হতে পারে না। আপনি গ্রামে বসে ও শিখতে পারবেন। এজন্য বেশি ইন্টারনেট লাগবে না। আপনি একটি স্বনামধন্য ট্রেনিং প্রতিষ্ঠানের উচ্চ মেধাসম্পন্ন শিক্ষকদের তৈরী ভিডিও দেখে কাজ শিখবেন তারপর কাজে নামবেন।
ভিডিওটি একবার দেখুন একটু হলেও আপনার উপকারে দিবে।
কি কি কাজ পাওয়া যায় ( What kinds of work you will get):
https://www.upwork.com/i/job-categories/
গ্রাফিক্সের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ( World Largest Graphic Marketplace): https://graphicriver.net/
মার্কেটপ্লেস লিংক ( Marketplace Link):
1.Freelancer.com = https://goo.gl/1p8ffc
2.Peopleperhour.com = https://goo.gl/aMbHgc
3.Truelancer.com = https://goo.gl/gPoKoM
4.https://99designs.com/
5.https://www.fiverr.com/
6.https://belancer.com/
To know more search on Google
কোথায় থেকে কিনবেন কোর্সগুলো (How to buy ):
কোর্স কেনার আগে অবশ্যই সাইন আপ করে নিতে হবে।
(Must be signup before buy a course)
Photoshop Course: http://bit.ly/2EjMR14
2018 Most wanted Courses: http://bit.ly/2EfxBSR
Complete Affiliate Marketing: http://bit.ly/2BXnYmq
এজন্য আপনাকে যা করতে হবে নিচের দেয়া কোর্সগুলোর যে কোন একটা কোর্স লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন করুন এবং কোর্সটি অর্ডার করুন। শুধু মাত্র আমার দেয়া কোর্সগুলো নয়। আপনি চাইলে সেখানে আরো অনেক কোর্স আছে। আপনি যে কোন একটা নিতে পারেন। অর্ডার করার ৩-৫ দিনের মধ্যে আপনার অর্ডারকৃত কোর্সটি আপনার কাছে পৌছে যাবে। ডিভিডি পাওয়া শেষ এবার মনোযোগ দিয়ে কাজ শিখুন। এক্ষণি ইনকামের কথা চিন্তা করবেন না।
ধন্যবাদ
যদি পোষ্টটি আপনার ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।
Comments
Post a Comment