Posts

Showing posts from April, 2023

লোগো ডিজাইনারদের হ্যাস ট্যাগ জেনারেটর

Image
  আ জকের পোস্টটি মূলত তাদের জন্য, যারা ফ্রিল্যান্সিং হিসেবে গ্রাফিক ডিজাইন করেন তাদের জন্য। আমরা অনেকেই আছি যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকি। আমরা বিভিন্ন সময় আমাদের ডিজাইন গুলো পোর্টফোলিওতে রাখার জন্য পোস্ট করে থাকি। এই পোস্ট করার সময় আমাদের পোস্টে সাথে কিছু হ্যাস ট্যাগ ব্যবহার করতে হয়। যার ফলে কেউ সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদের ডিজাইনগুলো তার সামনে আসে। এটা শুধু লোগো ডিজাইনের ক্ষেত্রেই নয়। সব ক্যাটেগরির কাজের জন্যই। আমি নিচে আপনাদের সাথে দুটি ওয়েবসাইটের নাম শেয়ার করছি। যে সাইটগুলো ব্যবহার করে আপনি আপনার ক্যাটেগরির কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হ্যাস ট্যাগ গুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন সোস্যাল মিডিয়া ও  পোর্টফোলিও সাইটগুলো পোস্ট করার সময়ও ব্যবহার করতে পারবেন। https://rapidtags.io/generator https://allhastag.com আশা করছি এই দুইটি সাইট আপনাদের খুব উপকারে আসবে। ধন্যবাদ। আবার নতুন কোন বিষয় নিয়ে লেখবো আপনাদের জন্য।